৪২৯. কঠিন কর্মকে সহজ করার দোয়া
কঠিন কর্মকে সহজ করার দোয়া আরবি
اَللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
কঠিন কর্মকে সহজ করার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা, লা- সাহলা- ইল্লা- মা- জা’আলতাহূ সাহলা-, ওয়া আনতা তাজ’আলুল হাঝনা ইযা- শিয়্তা সাহলা-
কঠিন কর্মকে সহজ করার দোয়া অনুবাদ
হে আল্লাহ্ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।
রেফারেন্সসহীহ। ইবনে হিব্বানঃ ৯৭৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আতঙ্কিত হলেদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্রযুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #২শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনাযুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #২শত্রুবাহিনীর বিরুদ্ধে দোয়াবিপদগ্রস্তকে দেখলে বলার দোয়াযালেমের বিরুদ্ধে দোয়াজুলুমের আশঙ্কা দেখা দিলে