৪২৯. কঠিন কর্মকে সহজ করার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 26
কঠিন কর্মকে সহজ করার দোয়া আরবি
اَللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
কঠিন কর্মকে সহজ করার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা, লা- সাহলা- ইল্লা- মা- জা’আলতাহূ সাহলা-, ওয়া আনতা তাজ’আলুল হাঝনা ইযা- শিয়্তা সাহলা-
কঠিন কর্মকে সহজ করার দোয়া অনুবাদ
হে আল্লাহ্ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।
রেফারেন্সসহীহ। ইবনে হিব্বানঃ ৯৭৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জুলুমের আশঙ্কা দেখা দিলেশত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১বাচ্চাদের জন্য নিরাপত্তা চাওয়ার দোয়াবিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দোয়াযুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #২দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #২যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ঋণ পরিশোধের দোয়া #১যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া