৪৩৫. সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্‌র

Daily DuasProtectionIslamic PrayerCategory 26

সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্‌র আরবি

أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্‌র উচ্চারণ

আ’ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্‌রি মা-খালাক্ব

সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্‌র অনুবাদ

আল্লাহ্‌র পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে।

আবু হুরাইরা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (ﷺ) এর কাছে এসে বলে, হে আল্লাহ্‌র রাসূল, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তিনি বলেন, “যদি তুমি সন্ধ্যার সময় এ কথা (উপরোক্ত দোয়াটি) বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না।” অন্য বর্ণনায় তিনি বলেন: “যদি কেউ সন্ধ্যায় তিন বার এ বাক্যটি বলে সে রাতে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না।”

রেফারেন্সমুসলিমঃ ২৭০৯

সেটিংস

বর্তমান ভাষা