৪৩৫. সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র
أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র উচ্চারণ
আ’ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্রি মা-খালাক্ব
সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র অনুবাদ
আল্লাহ্র পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে।
আবু হুরাইরা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে বলে, হে আল্লাহ্র রাসূল, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তিনি বলেন, “যদি তুমি সন্ধ্যার সময় এ কথা (উপরোক্ত দোয়াটি) বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না।” অন্য বর্ণনায় তিনি বলেন: “যদি কেউ সন্ধ্যায় তিন বার এ বাক্যটি বলে সে রাতে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না।”
রেফারেন্সমুসলিমঃ ২৭০৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩যুদ্ধে অগ্রগামীদের জন্য দোয়াবাচ্চাদের জন্য নিরাপত্তা চাওয়ার দোয়াশত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়াযুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩আতঙ্কিত হলেব্যর্থতার সময়ের দোয়াশত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২