৪৩৫. সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র
أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আ’ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন শার্রি মা-খালাক্ব
আল্লাহ্র পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে।
আবু হুরাইরা (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে বলে, হে আল্লাহ্র রাসূল, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তিনি বলেন, “যদি তুমি সন্ধ্যার সময় এ কথা (উপরোক্ত দোয়াটি) বলতে তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারত না।” অন্য বর্ণনায় তিনি বলেন: “যদি কেউ সন্ধ্যায় তিন বার এ বাক্যটি বলে সে রাতে কোনো বিষ বা দংশন তাকে ক্ষতি করতে পারবে না।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া
জুলুমের আশঙ্কা দেখা দিলে
ব্যর্থতার সময়ের দোয়া
শত্রুবাহিনীর বিরুদ্ধে দোয়া
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২
বাচ্চাদের জন্য নিরাপত্তা চাওয়ার দোয়া
ঋণ পরিশোধের দোয়া #২
আতঙ্কিত হলে
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #২
যালেমের বিরুদ্ধে দোয়া