৪৩৪. বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
আল-’হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাব্ তালা-কা বিহী ওয়া ফাদ্ব্দ্বালানী ‘আলা- কাছিরিন মিম্মান ‘খালাক্কা তাফ্দ্বীলা
প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি তোমাকে যে বিপদটি দিয়ে পরীক্ষা করেছেন সে বিপদ থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তার অনেক সৃষ্টির থেকে অধিক মর্যাদা দিয়েছেন।
উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যদি কেউ কোনো বিপদগ্রস্ত দেখে উপরের কথাগুলো বলে তবে সে উক্ত বিপদ বা অসুবিধা থেকে (আজীবনের জন্য) নিরাপত্তা লাভ করবে, (বিপদ যেমনই হোক না কেন)। হুসাইন (রাঃ)-এর পৌত্র মুহাম্মাদ আল-বাকির বলেন, বিপদ বা অসুবিধায় নিপতিত মানুষ দেখলে তাকে না শুনিয়ে নিজের মনে এ কথা বলতে হবে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩
যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২
যুদ্ধে যাওয়ার দোয়া
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১
যুদ্ধে অগ্রগামীদের জন্য দোয়া
বিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দোয়া
বিপদ-আপদের সময় দোয়া
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১
ঋণ পরিশোধের দোয়া #২