৪৩৪. বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 26
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া আরবি
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া উচ্চারণ
আল-’হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাব্ তালা-কা বিহী ওয়া ফাদ্ব্দ্বালানী ‘আলা- কাছিরিন মিম্মান ‘খালাক্কা তাফ্দ্বীলা
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া অনুবাদ
প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি তোমাকে যে বিপদটি দিয়ে পরীক্ষা করেছেন সে বিপদ থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তার অনেক সৃষ্টির থেকে অধিক মর্যাদা দিয়েছেন।
উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যদি কেউ কোনো বিপদগ্রস্ত দেখে উপরের কথাগুলো বলে তবে সে উক্ত বিপদ বা অসুবিধা থেকে (আজীবনের জন্য) নিরাপত্তা লাভ করবে, (বিপদ যেমনই হোক না কেন)। হুসাইন (রাঃ)-এর পৌত্র মুহাম্মাদ আল-বাকির বলেন, বিপদ বা অসুবিধায় নিপতিত মানুষ দেখলে তাকে না শুনিয়ে নিজের মনে এ কথা বলতে হবে।
রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ৩৪৩১, ৩৪৩২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জুলুমের আশঙ্কা দেখা দিলেযুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩যুদ্ধে যাওয়ার দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনাশত্রুবাহিনীর বিরুদ্ধে দোয়াঋণ পরিশোধের দোয়া #২সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্রদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১ঋণ পরিশোধের দোয়া #১দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩