৪২৮. ব্যর্থতার সময়ের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 26

ব্যর্থতার সময়ের দোয়া আরবি

قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ

ব্যর্থতার সময়ের দোয়া উচ্চারণ

ক্বাদারুল্লা-হি ওয়ামা- শা-আ ফা’আল

ব্যর্থতার সময়ের দোয়া অনুবাদ

এটি আল্লাহ্‌র ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।

আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: “শক্তিশালী মুমিন আল্লাহ্‌র কাছে দূর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় ও বেশি ভাল, যদিও সকল মুমিনের মধ্যেই কল্যাণ বিদ্যমান। তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদঢ় ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহ্‌র কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দূর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও (তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টার আশানুরূপ ফল না পাও) তাহলে কখনই বলবে না যে, যদি আমি ঐ কাজটি করতাম! যদি আমি অমুক তমুক কাজ করতাম। বরং (উপরের বাক্যটি) বলবে; কারণ, অতীতের আফসোস মূলক (যদি করতাম) ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয়।”

রেফারেন্সমুসলিমঃ ২৬৬৪

সেটিংস

বর্তমান ভাষা