৪৩৬. শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা

يَا حَيُّ، يَا قَيُّوْمُ

ইয়া ‘হাইয়্যূ ইয়া ক্বাইয়্যুম

অনুবাদ

হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক।

আলী (রাঃ) বলেন: “বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ্‌ (ﷺ) কি করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজাদা রত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন: ইয়া হাইউ ইয়া কাইউম' (হে চিরঞ্জীব, হে সংরক্ষক), এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম। দেখি তিনি সাজদা রত অবস্থায় ঐ কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ্‌ তাঁকে বিজয় দান করেন। এ হাদীসেও আমরা দেখছি, কিভাবে যিক্‌রের মাধ্যমে দোয়া করা হয়। এরূপ সমর্পিত যিক্‌র সর্বোত্তম দোয়ার ফল এনে দেয়।

রেফারেন্সহাসান (হাইসামী)। তাবরানীঃ ৪৮১৭

সেটিংস

বর্তমান ভাষা