৪৩৬. শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা
يَا حَيُّ، يَا قَيُّوْمُ
ইয়া ‘হাইয়্যূ ইয়া ক্বাইয়্যুম
হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক।
আলী (রাঃ) বলেন: “বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ্ (ﷺ) কি করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজাদা রত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন: ইয়া হাইউ ইয়া কাইউম' (হে চিরঞ্জীব, হে সংরক্ষক), এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম। দেখি তিনি সাজদা রত অবস্থায় ঐ কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ্ তাঁকে বিজয় দান করেন। এ হাদীসেও আমরা দেখছি, কিভাবে যিক্রের মাধ্যমে দোয়া করা হয়। এরূপ সমর্পিত যিক্র সর্বোত্তম দোয়ার ফল এনে দেয়।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩
বিপদ-আপদের সময় দোয়া
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১
ব্যর্থতার সময়ের দোয়া
ঋণ পরিশোধের দোয়া #১
জুলুমের আশঙ্কা দেখা দিলে
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া
যুদ্ধে অগ্রগামীদের জন্য দোয়া
সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #২