৪৪৯. আতঙ্কিত হলে

যাইনাব বিনতে জাহশ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'একদিন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আতঙ্কিত অবস্থায় বের হন। (আতঙ্কে) তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন তিনি বলছিলেন -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

আতঙ্কিত হলে উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হ

আতঙ্কিত হলে অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা'বুদ নেই।

আরবের লোকেদের জন্য সেই অনিষ্টের কারণে ধ্বংস অনিবার্য যা নিকটবর্তী হয়েছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীর এ পরিমাণ খুলে গেছে। এ কথা বলার সময় তিনি তাঁর বৃদ্ধাঙ্গুলির আগ্রভাগকে তার সঙ্গের শাহাদাত আঙ্গুলির অগ্রভাগের সঙ্গে মিলিয়ে গোলাকার করে ছিদ্রের পরিমাণ দেখান। যায়নাব বিনতে জাহাশ (রাঃ) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ যখন পাপকাজ অতি মাত্রায় বেড়ে যাবে।

রেফারেন্সবুখারীঃ ৩৩৪৬

সেটিংস

বর্তমান ভাষা