৯০০. যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 26
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ আরবি
يَا أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوْا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ.
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ উচ্চারণ
ইয়া আয়্যুহান্- নাস, লা- তাতামান্নাও লিক্বা-আল আদুওয়্যি ওয়াসালুল্লা-হাল্ ‘আফিয়াহ, ফা- ইযা লাক্বিতুমু- হুম ফাস্বিরু, ওয়া’লামু আন্নাল্ জান্নাতা তাহ্তা যিলা-লিস্ সুয়ূফ।
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ অনুবাদ
হে মুজাহিদবাহিনী, শত্রুর বিরুদ্ধে সাক্ষাৎ কামনা করো না। (বরং) আল্লাহ তা’আলার নিকট নিরাপত্তা চাও। তবে যদি মোকাবেলা হয়েই যায়, তা হলে দৃঢ়পদ থাকো এবং জেনে রাখো, তরবারির ছায়ার নিচেই রয়েছে জান্নাত।
রেফারেন্সবুখারীঃ ২৯৬৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ব্যর্থতার সময়ের দোয়াআতঙ্কিত হলেবিপদগ্রস্তকে দেখলে বলার দোয়াশত্রুবাহিনীর বিরুদ্ধে দোয়াবিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দোয়াঋণ পরিশোধের দোয়া #২দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪কঠিন কর্মকে সহজ করার দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩যুদ্ধে যাওয়ার দোয়াযালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া