৯০০. যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 26

যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ আরবি

يَا أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوْا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ.

যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ উচ্চারণ

ইয়া আয়্যুহান্‌- নাস, লা- তাতামান্নাও লিক্বা-আল আদুওয়্যি ওয়াসালুল্লা-হাল্‌ ‘আফিয়াহ, ফা- ইযা লাক্বিতুমু- হুম ফাস্‌বিরু, ওয়া’লামু আন্নাল্‌ জান্নাতা তাহ্‌তা যিলা-লিস্‌ সুয়ূফ।

যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১ অনুবাদ

হে মুজাহিদবাহিনী, শত্রুর বিরুদ্ধে সাক্ষাৎ কামনা করো না। (বরং) আল্লাহ তা’আলার নিকট নিরাপত্তা চাও। তবে যদি মোকাবেলা হয়েই যায়, তা হলে দৃঢ়পদ থাকো এবং জেনে রাখো, তরবারির ছায়ার নিচেই রয়েছে জান্নাত।

রেফারেন্সবুখারীঃ ২৯৬৬

সেটিংস

বর্তমান ভাষা