৪২৭. কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 25
কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া আরবি
يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া উচ্চারণ
ইয়া- হাইউ ইয়া ক্বাইউমু, বিরা'হমাতিকা আসতাগীছ
কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া অনুবাদ
হে চিরঞ্জীব সত্তা, হে সকল সৃষ্টির ধারক, আপনার রহমতের দোহাই দিয়ে সাহায্য চাইছি।
রাসূলুল্লাহ্ (ﷺ) এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি উপরোক্ত দোয়াটি বলতেন।
রেফারেন্সহাসান। তিরমিযীঃ ৩৫২৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিপদে পড়লেদুশ্চিন্তা বা বিপদগন্তের দোয়া #২দুঃশ্চিন্তার সময় পড়ার দোয়াবিপদগ্রস্ত কাউকে দেখলেদুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #১হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #২দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৩দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৪