৪৩১. শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২
নবী (ﷺ) বলেন, কেউ যদি কোনও প্রতাপশালী ব্যক্তির ব্যাপারে কোনও শঙ্কা বোধ করে, তা হলে সে যেন বলে -
اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ كُنْ لِي جَارًا مِنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلَائِقِكَ (وَمِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيْعًا) أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلَا إِلٰهَ إِلَّا أَنْتَ
আল্লা-হুম্মা রাব্বাস সামাওয়া-তিস সাব’ই ওয়া রাব্বাল ‘আরশিল ‘আযীম, কুন লী জা-রান মিন (সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করবে) ওয়া আ’হযা-বিহী মিন খালা-ইক্বিকা (ওয়া মিন শার্রি খালক্বিকা কুল্লিহিম জামি‘আন) আন ইয়াফরুত্বা ‘আলাইয়্যা আ’হাদুম মিনহুম আও ইয়াত্বগা-, ‘আযঝা জা-রুকা ওয়া জাল্লা সানা-উকা, ওয়ালা- ইলা-হা ইল্লা- আনতা
হে আল্লাহ্, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আপনি আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের পুত্র অমুক (সংশ্লিষ্ট ব্যক্তির নাম) থেকে এবং আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দলবলে রয়েছে তাদের থেকে (এবং সকল খারাপ সৃষ্টির অমঙ্গল থেকে), তাদের কেউ যেন আমার বিষয়ে সীমালঙ্ঘন করতে না পারে বা আমার উপর অত্যাচার বা বিদ্রোহ করতে না পারে। আপনি যাকে আশ্রয় দেন সে-ই সম্মানিত। আপনার প্রশংসা মহিমামণ্ডিত। আপনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই।
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) ও আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তাঁরা বলেন: কেউ কোনো শাসক, প্রশাসক বা ক্ষমতাধর থেকে ক্ষতির আশঙ্কা করলে এ দোয়াটি পাঠ করবে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বাচ্চাদের জন্য নিরাপত্তা চাওয়ার দোয়া
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়া
কঠিন কর্মকে সহজ করার দোয়া
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪
সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্র
বিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দোয়া
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা
কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দোয়া
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১
ঋণ পরিশোধের দোয়া #২
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #৩