৩৮৮. হাদীসে তাওবার কথা #২
আবু বুরদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নবী (ﷺ)-এর সাহাবী আগার (রাঃ)-কে ইবনু উমর (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “লোকসকল! তোমরা আল্লাহ্র কাছে তাওবা করো (তাঁর দিকে ফিরে আসো); আমি প্রতিদিন তাঁর কাছে একশ বার তাওবা করি।”
রেফারেন্সমুসলিমঃ ২৭০২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাদীসে তাওবার কথা #১গুনাহ ও ভুল-ত্রুটি মাফের দোয়ামাসনূন ইসতিগফার #৩ক্ষমা প্রার্থনা #৪ক্ষমা ও জালিমদের ধ্বংসের প্রার্থনাগুনাহ মাফ চাওয়াজানা-অজানায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়াকুরআনে তাওবার কথা #৩পূর্ববর্তীদের জন্য ক্ষমা ও বিদ্বেষ মুক্তির দোয়াক্ষমা ও রহমত প্রার্থনা #১সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনাঈমানের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা