৩৮৮. হাদীসে তাওবার কথা #২
আবু বুরদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নবী (ﷺ)-এর সাহাবী আগার (রাঃ)-কে ইবনু উমর (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “লোকসকল! তোমরা আল্লাহ্র কাছে তাওবা করো (তাঁর দিকে ফিরে আসো); আমি প্রতিদিন তাঁর কাছে একশ বার তাওবা করি।”
রেফারেন্সমুসলিমঃ ২৭০২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কুরআনে তাওবার কথা #২কুরআনে তাওবার কথা #৪কুরআনে তাওবার কথা #১ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়াইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনামাসনূন ইসতিগফার #৬ক্ষমা প্রার্থনা #৩মাসনূন ইসতিগফার #৭তাওবা'র সালাতপাপ করার পর ক্ষমা চাওয়া