৩৮৮. হাদীসে তাওবার কথা #২

আবু বুরদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি নবী (ﷺ)-এর সাহাবী আগার (রাঃ)-কে ইবনু উমর (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “লোকসকল! তোমরা আল্লাহ্‌র কাছে তাওবা করো (তাঁর দিকে ফিরে আসো); আমি প্রতিদিন তাঁর কাছে একশ বার তাওবা করি।”

রেফারেন্সমুসলিমঃ ২৭০২

সেটিংস

বর্তমান ভাষা