৯৩৭. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 21

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ بَدِيْعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২ উচ্চারণ

আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা- ইলা-হা ইল্লা- আনতাল-মান্না-নু, বাদী'উস সামাওয়া-তি ওয়াল আরদ্বি, ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম, ইয়া- হাইউ ইয়া- কাইউম ইন্নী আসআলুকা

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #২ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই৷ প্রশংসা কেবল তোমারই; তুমি ছাড়া সত্য কোনও মা'বুদ নেই, তুমি মহানদাতা এবং মহাকাশ ও পৃথিবীর অস্তিত্বদানকারী হে মহত্ত্ব ও মহানুভবতার অধিকারী। হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি তোমার কাছেই চাই।

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর সঙ্গে বসে আছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছে। সে রুকূ, সাজদা ও তাশাহুদের পর দোয়া করে। ওই দোয়ায় সে বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) তখন নবী (ﷺ) তাঁর সাহাবীদের বলেন, “তোমরা কি জানো, সে কী দোয়া করেছে?” তারা বলেন, “আল্লাহ্‌ ও তাঁর রাসূল (ﷺ) ভালো জানেন।” নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্‌কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”

রেফারেন্সসহীহ। আন-নাসায়ীঃ ১৩০০

সেটিংস

বর্তমান ভাষা