৯৩৫. তাওবা'র সালাত
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, কোনও বান্দা যদি কোনও গোনাহ করে, তারপর সুন্দরভাবে ওযূ করে, এরপর দাঁড়িয়ে দু'রাকআত সালাত আদায় করে আল্লাহ্র কাছে ক্ষমা চায়, আল্লাহ্ অবশ্যই তাকে মাফ করে দেবেন। এরপর তিনি এ আয়াত পাঠ করেন -
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ ﴿١٣٥﴾ أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ﴿١٣٦﴾
(১৩৫) আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহ্কে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ্ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। (১৩৬) এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! (সূরা আল-ইমরান ৩:১৩৫-১৩৬)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
ক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা
দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়া
ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়া
গুনাহ মাফ চাওয়া
সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনা
আল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়া
ক্ষমা প্রার্থনা #৪
হাদীসে তাওবার কথা #২
ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি
মাসনূন ইসতিগফার #৫