৩৮৯. হাদীসে তাওবার কথা #৩

আগার মুযানি (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “কখনও কখনও আমার অন্তর বেখেয়াল হয়ে পড়ে, আর (তাই) আমি প্রতিদিন আল্লাহ্‌র কাছে একশ বার ক্ষমাপ্রার্থনা করি।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫১৫

সেটিংস

বর্তমান ভাষা