৩৮৬. কুরআনে তাওবার কথা #৪
আল্লাহ্ তা‘আলা বলেন -
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فٰحِشَةً أَوْ ظَلَمُوٓا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلٰى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
কুরআনে তাওবার কথা #৪ অনুবাদ
“তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহ্কে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ্ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।”
রেফারেন্সসূরা আল ইমরান ৩:১৩৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হাদীসে তাওবার কথা #৩ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়াক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনাকুরআনে তাওবার কথা #২মাসনূন ইসতিগফার #৪পূর্ববর্তীদের জন্য ক্ষমা ও বিদ্বেষ মুক্তির দোয়াক্ষমা ও রহমত প্রার্থনা #২গুনাহ ও ভুলভ্রান্তি থেকে পবিত্র হওয়াগুনাহ মাফ চাওয়াতাওবা'র সালাতক্ষমা এবং রহমত প্রার্থনা #৩হাদীসে তাওবার কথা #১