৯৬২. ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলে, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমার রবের কাছে কিছু চাওয়ার সময়, কীভাবে (কী) বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো -
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
আল্লা-হুম্মাগ্ ফিরলী, ওয়ার‘হামনী, ওয়া'আ-ফিনী ওয়ারঝুক্বনী
হে আল্লাহ্! আমাকে ক্ষমা করে দাও; আমার উপর দয়া করো; আমাকে সুস্থ রাখো এবং আমার জীবনোপকরণ জুগিয়ে দাও!
এরপর তিনি বৃদ্ধাঙ্গুলি ছাড়া অন্য আঙুলসমূহ একসঙ্গে করে বলেন, “এসব (দোয়া) তোমার দুনিয়া ও আখিরাত একত্র করে দেবে।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
তাওবা'র সালাত
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
ঈমানের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা
ক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনা
মাসনূন ইসতিগফার #৪
মাসনূন ইসতিগফার #৫
ইচ্ছায় অনিচ্ছায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
মাসনূন ইসতিগফার #২
পূর্ববর্তীদের জন্য ক্ষমা ও বিদ্বেষ মুক্তির দোয়া
কুরআনে তাওবার কথা #৩
ক্ষমা প্রার্থনা #২
ক্ষমা ও জালিমদের ধ্বংসের প্রার্থনা