৯৫৮. মাসনূন ইসতিগফার #৬

Daily DuasProtectionIslamic PrayerCategory 21

মাসনূন ইসতিগফার #৬ আরবি

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

মাসনূন ইসতিগফার #৬ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নাকা 'আফুউন, কারীমুন তু'হিব্বুল 'আফওয়া, ফা'আফু 'আন্নী

মাসনূন ইসতিগফার #৬ অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি ক্ষমাশীল, মহানুভব!, তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব, আমাকে ক্ষমা করে দাও।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর, তা হলে ওই রাতে আমি কী বলব?” নবী (ﷺ) বলেন, তুমি বলো- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫১৩

সেটিংস

বর্তমান ভাষা