৩৬৬. কোনও কঠিন বিষয়ের মুখোমুখি হলে

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন -

اَللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

আল্লা-হুম্মা লা সাহ্‌লা ইল্লা- মা জা‘আলতাহু সাহ্‌লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাঝনা ইযা শি’তা সাহ্‌লা

অনুবাদ

হে আল্লাহ্‌! কোনও কিছুই সহজ নয়, তুমি যেটি সহজ করে দাও সেটি বাদে। তুমি যখন চাও, পেরেশানিকে সহজ করে দাও।

রেফারেন্সসহীহ (ইবনে হাজার আসকালানী)। ইবনে হিব্বানঃ ৯৭৪

সেটিংস

বর্তমান ভাষা