৩৬১. নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১
হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে অভিবাদন শেখাতে গিয়ে বলেন, তুমি বলবে -
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ أَشُدَّهُ وَرُزِقْتَ بِرَّهُ
নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১ উচ্চারণ
বা-রাকাল্লাহু লাকা ফিল মাউহূবি লাকা, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুঝিক্বতা বির্রাহু
নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১ অনুবাদ
আল্লাহ্ তোমাকে তোমার সন্তানের মধ্যে বরকত দিন! সন্তান-দানকারীর প্রতি তোমাকে কৃতজ্ঞ বানিয়ে দিন! (তোমার সন্তান) তারুণ্যে পৌঁছে যাক! তোমাকে তার সদাচরণ লাভের সুযোগ দেওয়া হোক!
রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৪৪১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #২রাগ দমনের প্রার্থনা #১সালাত / কুরআন তিলাওয়াতের সময় শয়তান কুমন্ত্রণা দিলেশয়তান তাড়ানোর জন্য যা যা বলা ও করা উচিতমসজিদে প্রবেশকালে শয়তান থেকে আশ্রয় চাওয়া #১নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #২শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দোয়া #২ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়ামোরগের ডাক, গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়াঅপছন্দনীয় কিছু ঘটে গেলেশয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ্ তা‘আলার আশ্রয় প্রার্থনানবজাতকের ব্যপারে শয়তানের শত্রুতা