৩৫২. শয়তান তাড়ানোর জন্য যা যা বলা ও করা উচিত
১. আল্লাহ্র কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া; ২. আযান দেওয়া; [১] ৩. যিক্র ও কুরআন পাঠ করা; এবং [২] ৪. সালাতের মধ্যে ও কুরআন পাঠের সময় শয়তান ওয়াসওয়াসা দিলে বামদিকে তিনবার থুতু ছিটানো। তাছাড়া আরও যা শয়তানকে তাড়িয়ে দেয় তা হচ্ছে, সকাল বিকালের যিক্রসমূহ, ঘুমের যিক্র, জাগ্রত হওয়ার যিক্র, ঘরে প্রবেশের ও ঘর থেকে বের হওয়ার যিক্রসমূহ, মসজিদে প্রবেশের ও মসজিদ থেকে বের হওয়ার যিক্রসমূহ, ইত্যাদি শরী‘আতসম্মত যিক্রসমূহ। যেমন, ঘুমের সময় আয়াতুল কুরসী, সূরা আল-বাকারার সর্বশেষ দু’টি আয়াত। তাছাড়া যে ব্যক্তি “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” একশতবার পড়বে, সেটা তার জন্য সে দিনটির জন্য পুরোপুরিই হেফাযতের কাজে দিবে। তদ্রুপ আযান দিলেও শয়তান পলায়ন করে। নবী (ﷺ) বলেন, “তোমরা তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করো না। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারাহ্ পাঠ করা হয়।” [মুসলিমঃ ৭৮০]
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রাগ দমনের প্রার্থনা #২
নবজাতকের ব্যপারে শয়তানের শত্রুতা
অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #২
সন্তান ও অন্যদেরকে আল্লাহ্র আশ্রয়ে দেওয়ার দোয়া
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
কোন কিছুর অনিষ্ট থেকে আল্লাহ্ তা‘আলার কাছে আশ্রয় প্রার্থনার দোয়া
মসজিদে প্রবেশকালে শয়তান থেকে আশ্রয় চাওয়া #১
শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দোয়া #২
নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #২
মসজিদে প্রবেশকালে শয়তান থেকে আশ্রয় চাওয়া #২
রাগ দমনের প্রার্থনা #১
কোনও কঠিন বিষয়ের মুখোমুখি হলে