৩৬৫. অপছন্দনীয় কিছু ঘটে গেলে

قَدَّرَ اللَّهُ وَمَا شَاءَ فَعَلَ

ক্বদ্দারা-ল্লাহু ওয়ামা-শা-আ ফা'আল

অনুবাদ

এ হলো আল্লাহ্‌র ফায়সালা। তিনি যা চান, তা-ই করেন

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “দূর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহ্‌ তা‘আলার কাছে বেশি প্রিয়; অবশ্য প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। ওই কাজ করতে উদ্বুদ্ধ হও, যা তোমার উপকারে আসবে। আর আল্লাহ্‌র কাছে সাহায্য চাও; নিজেকে (কখনও) অসহায় মনে কোরো না। তোমার জীবনে কোনও কিছু ঘটে গেলে এ কথা - বলো না, ‘ইশ! আমি যদি এ কাজ করতাম, তা হলে এটি হতো, সেটি হতো!’ বরং বলো- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) কারণ, ‘যদি কথাটি শয়তানের কাজের জন্য রাস্তা খুলে দেয়।”

রেফারেন্সমুসলিমঃ ২৬৬৪

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা