৩৬০. নবজাতকের ব্যপারে শয়তানের শত্রুতা

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, “মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তাদের প্রত্যেকের দু' পাশে শয়তান তার দু' আঙুল দিয়ে স্পর্শ করে, তবে ঈসা ইবনু মারইয়াম (আঃ) এর ব্যতিক্রম। শয়তান তাঁকে স্পর্শ করতে গিয়েছিল, (কিন্তু পারেনি), পরিশেষে সে তাঁর বহিরাবরণের পর্দা স্পর্শ করে।”

রেফারেন্সবুখারীঃ ৩২৮৬

সেটিংস

বর্তমান ভাষা