৩৭২. অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 20

ঈমান সম্পর্কে মনে কোনরূপ সন্দেহ দেখা দিলে বলবে -

অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪ আরবি

هُوَ الْأوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪ উচ্চারণ

হুয়াল আউওয়ালু ওয়াল আ-খিরু ওয়ায্যা-হিরু ওয়াল-বা-ত্বিনু ওয়া হুয়া বিকুল্লি শাই’ইন ‘আলীম

অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪ অনুবাদ

তিনিই প্রথম ও শেষ; প্রকাশ্য (উপরে) ও গোপন (নিকটে) আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। (সূরা আল-হাদীদঃ ৫৭:৩)

আবু যুমাইল (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বলি, “আমার মনে কী এক আজব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে!” তিনি বলেন, “কী সেটি?” আমি বলি, “শপথ আল্লাহ্‌র! আমি এটি মুখে বলতে পারব না!” তিনি আমাকে বলেন, “সেটি কি কোনও ধরনের সন্দেহ?” এরপর তিনি হেঁসে বলেন, এ আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত, তা থেকে কেউ নিরাপদ ছিল না- (৯৪) সুতরাং আমি তোমার নিকট যা নাযিল করেছি, তা নিয়ে তুমি যদি সন্দেহে থাক, তাহলে যারা তোমার পূর্ব থেকেই কিতাব পাঠ করছে তাদেরকে জিজ্ঞাসা করো। অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। (৯৫) আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহ্‌র আয়াতসমূহ অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” (সূরা ইউনুসঃ ১০:৯৪-৯৫)

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ৫১১০

সেটিংস

বর্তমান ভাষা