৩৬৭. কোনও গুনাহ হয়ে গেলে
আলী ইবনু আবী তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একবার) আবূ বকর (রাঃ) আমার নিকট হাদীস বর্ণনা করে বলেছেন “আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, ‘কোনও বান্দা যদি কোনও গোনাহ করে, তারপর সুন্দরভাবে ওযূ করে, এরপর দাঁড়িয়ে দু' রাকআত সালাত আদায় করে আল্লাহ্র কাছে ক্ষমা চায়, আল্লাহ্ অবশ্যই তাকে মাফ করে দেবেন। এরপর তিনি এ আয়াত পাঠ করেন - ‘আর যারা কখনও কোনও অশ্লীল কাজ করে ফেললে অথবা (কোনও গোনাহের কাজ করে) নিজেদের উপর জুলুম করে বসলে, সঙ্গে সঙ্গে আল্লাহ্র কথা স্মরণ করে, তাঁর কাছে নিজেদের গোনাহ-খাতার জন্য মাফ চায়-আর আল্লাহ্ ছাড়া আর কে গোনাহ মাফ করতে পারেন-এবং জেনে-বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না, এ ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে, তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগানে তাদের প্রবেশ করাবেন, যার পাদদেশে ঝরনাধারা প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সৎকাজ যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান!' (সূরা আল ইমরান ৩:১৩৫-১৩৬)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দোয়া #১
কোনও কঠিন বিষয়ের মুখোমুখি হলে
শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দোয়া #২
মোরগের ডাক, গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া
নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১
অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৪
অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৩
অপছন্দনীয় কিছু ঘটে গেলে
সন্তান ও অন্যদেরকে আল্লাহ্র আশ্রয়ে দেওয়ার দোয়া
কোন কিছুর অনিষ্ট থেকে আল্লাহ্ তা‘আলার কাছে আশ্রয় প্রার্থনার দোয়া
ক্ববরের আযাব ও দাজ্জাল থেকে আশ্রয় চাওয়া
শয়তান ও তার কুমন্ত্রণা দূর করার দোয়া #৩