২১০. সিজদায় বেশী বেশী দোয়া করা

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মানুষ সিজদায় সবচেয়ে বেশী তার প্রতিপালকের নিকটে হয়। অতএব তোমরা সিজদায় বেশী বেশী দোয়া করো।

রেফারেন্সমুসলিমঃ ৪৮২

সেটিংস

বর্তমান ভাষা