২২৬. সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১
আল্লাহ্র রাসূল (ﷺ) রাতে সিজদার আয়াত পড়লে, সিজদায় গিয়ে বলতেন -
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
সাজাদা ওয়াজ্হিয়া লিল্লাযী খালাক্বাহূ ওয়া শাক্কা সাম‘আহূ ওয়া বাস্বারাহূ বি'হাউ্লিহী ওয়া ক্বুওয়্যাতিহ্
অনুবাদ
আমার চেহারা তাঁর উদ্দেশে সিজদায় অবনত, যিনি একে সৃষ্টি করেছেন এবং কান ও চোখ খুলে দিয়েছেন। তাঁর নিজের অপার ক্ষমতাবলে।
রেফারেন্সসহিহ। তিরমিযিঃ ৫৮০