১২৪. ঘুমানোর যিক্রসমূহ #৩
আব্দুল্লাহ ইবনু ওম্র (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) রাত্রে যখন শয্যা গ্রহণ করতেন তখন বলতেন -
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِى كَفَانِى وَآوَانِى وَأَطْعَمَنِى وَسَقَانِى وَالَّذِى مَنَّ عَلَىَّ فَأَفْضَلَ وَالَّذِى أَعْطَانِى فَأَجْزَلَ اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، اَللَّهُمَّ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيْكَهُ وَإِلَهَ كُلِّ شَىْءٍ أَعُوْذُ بِكَ مِنَ النَّارِ
আলহামদু লিল্লা-হিল্লাযি কাফা-নী ওয়া আ-ওয়ানী ওয়া আত্‘আমানী ওয়া সাক্কা-নী ওয়াল্লাযী মান্না ‘আলাইয়্যা ফাআফদ্বালা ওয়াল্লাযী আ‘ত্বা-নী ফাআজ্ঝালাল-হামদু লিল্লা-হি ‘আলা- কুল্লি হা-ল্, আল্লা-হুম্মা রব্বা কুল্লি শাই’ইন্ ওয়া মালিকাহূ ওয়া ইলা-হা কুল্লি শাই’ইন্ আ‘উযুবিকা মিনান না-র
সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্র জন্য, যিনি আমার প্রয়োজন পুরা করলেন, আমাকে মুক্তি দিলেন, আমাকে পানাহার করালেন, যিনি আমার প্রতি অসীম দয়াবান এবং আমাকে দান করলেন। সুতরাং সর্বাবস্থায় আল্লাহ্র প্রশংসা ও কৃতজ্ঞতা। হে আল্লাহ্! প্রত্যেক বস্তুর রব ও অধিকারী এবং প্রত্যেক জিনিসের ইলাহ্! আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি হতে আশ্রয় চাই।