১২২. ঘুমানোর যিক্রসমূহ #১
হুযায়ফাহ্ (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন রাতে শয্যা গ্রহণ করতেন তখন তিনি তাঁর হাত গালের নীচে রাখতেন। অতঃপর বলতেন -
ঘুমানোর যিক্রসমূহ #১ আরবি
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
ঘুমানোর যিক্রসমূহ #১ উচ্চারণ
আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্ইয়া-
ঘুমানোর যিক্রসমূহ #১ অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই।
রেফারেন্সবুখারীঃ ৬৩১৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
আয়াতুল কুরসীঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #১তাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়াঘুমানোর যিক্রসমূহ #১০ঘুমানোর যিক্রসমূহ #৫ঘুম থেকে উঠে আল্লাহ্কে স্মরণ করাসূরা কাফিরূনঘুমানোর যিক্রসমূহ #১২ঘুমানোর যিক্রসমূহ #৯ঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #২ঘুম থেকে উঠার পর যিক্র #৩ঘুম থেকে উঠার পর যিক্র #৪