১৪৩. ঘুম থেকে উঠে আল্লাহ্কে স্মরণ করা
Daily DuasProtectionIslamic PrayerCategory 6
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন, “তোমাদের কেউ ঘুমাতে গেলে, তার মাথার পেছন দিকে শয়তান তিনটি গিঁট দেয়। প্রত্যেকটি গিঁটের জায়গায় সে চাপড় দিয়ে বলে, “তোমার সামনে দীর্ঘ রাত পড়ে আছে; সুতরাং আরামে ঘুম দাও!” মানুষ যখন ঘুম থেকে জেগে আল্লাহ্কে স্মরণ করে, তখন একটি গিট খুলে যায়; সে যদি ওযূ করে, তাতে (আরও) একটি গিট খুলে যায়। এরপর সালাত আদায় করলে (তৃতীয়) গিট খুলে যায়; এর ফলে তার সকাল কাটে প্রাণবন্ত ও প্রফুল্ল অবস্থায়। অন্যথায় তার সকাল কাটে নোংরা-মন ও অলস অবস্থায়।
রেফারেন্সবুখারীঃ ১১৪২