১৪৫. স্বপ্ন বিষয়ক দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 6
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন - "ভালো স্বপ্ন আল্লাহ্র পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।"
রেফারেন্সবুখারীঃ ৫৭৪৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ঘুমানোর আগে পঠিত সূরাসমূহঘুমানোর যিক্রসমূহ #৩ঘুম থেকে উঠার পর যিক্র #৪ঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #২সূরা ইখলাস, ফালাক ও নাসঘুমানোর যিক্রসমূহ #৫ঘুমানোর যিক্রসমূহ #১৪ঘুম থেকে উঠে আল্লাহ্কে স্মরণ করানিদ্রাবস্থায় ভালো বা মন্দ স্বপ্ন দেখলে করণীয়তাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়াসূরা ইখলাসঘুমানোর যিক্রসমূহ #৬