১২৯. ঘুমানোর যিক্রসমূহ #৮
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا، بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
বিসমিকা রব্বী ওয়াদ্বা‘তু জাম্বী, ওয়া বিকা আরফা‘উহু। ফাইন্ আম্সাকতা নাফ্সী ফার’হামহা, ওয়াইন আরসালতাহা- ফা’হ্ফায্হা- বিমা তা’হ্ফাযু বিহী ‘ইবা-দাকাস সা-লিহীন
আমার রব্ব! আপনার নামে আমি আমার পার্শ্বদেশ রেখেছি (শুয়েছি) এবং আপনারই নাম নিয়ে আমি তা উঠাবো। যদি আপনি (ঘুমন্ত অবস্থায়) আমার প্রাণ আটকে রাখেন, তবে আপনি তাকে দয়া করুন। আর যদি আপনি তা ফেরত পাঠিয়ে দেন, তাহলে আপনি তার হেফাযত করুন যেভাবে আপনি আপনার সৎকর্মশীল বান্দাগণকে হেফাযত করে থাকেন।
আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা যখন বিছানায় শয়ন করতে যাবে তখন নিজের পোশাক দিয়ে হলেও বিছানাটি ঝেড়ে নেবে ... এরপর বলবে: (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ঘুমানোর যিক্রসমূহ #২
ঘুমানোর যিক্রসমূহ #১৪
ঘুম থেকে উঠে আল্লাহ্কে স্মরণ করা
ঘুমানোর যিক্রসমূহ #১১
নিদ্রাবস্থায় ভালো বা মন্দ স্বপ্ন দেখলে করণীয়
সূরা বাকারার শেষ দু আয়াত
ঘুম থেকে উঠার পর যিক্র #৪
ঘুমানোর যিক্রসমূহ #১
ঘুমানোর যিক্রসমূহ #৩
সূরা ইখলাস, ফালাক ও নাস
ঘুম থেকে উঠার পর যিক্র #৩
ঘুমানোর যিক্রসমূহ #৭