১৪১. ঘুম থেকে উঠার পর যিক্র #৩
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
ঘুম থেকে উঠার পর যিক্র #৩ উচ্চারণ
আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর
ঘুম থেকে উঠার পর যিক্র #৩ অনুবাদ
হামদ-প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।
রেফারেন্সবুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সূরা কাফিরূনঘুমানোর যিক্রসমূহ #৬ঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #২ঘুমের মধ্যে পার্শ্বপরিবর্তনের দোয়াসূরা ইখলাস, ফালাক ও নাসঘুমানোর যিক্রসমূহ #১৩তাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়াঘুমানোর যিক্রসমূহ #৮ঘুমানোর যিক্রসমূহ #৯নিদ্রাবস্থায় ভালো বা মন্দ স্বপ্ন দেখলে করণীয়ঘুমানোর যিক্রসমূহ #১৫ঘুমানোর যিক্রসমূহ #২