১৩৭. তাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়া

রাত্রে উঠে তাহাজ্জুদ আদায়ের দৃঢ় ইচ্ছা নিয়ে ঘুমাতে হবে; তাহলে রাত্রে ঘুম না ভাঙলেও তাহাজ্জুদের সাওয়াব অর্জিত হবে বলে বিভিন্ন হাদীসে বলা হয়েছে। এক হাদীসে আবু দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন- "যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করার নিয়তে বিছানায় আসে কিন্তু তার চক্ষুদ্বয় নিদ্রা প্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লিখা হবে, আর আল্লাহ্‌ তা‘আলার পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদকা স্বরূপ হয়ে যাবে।"

রেফারেন্সসহিহ। নাসায়ীঃ ১৭৮৭

সেটিংস

বর্তমান ভাষা