১২১. ঘুমানোর আগে পঠিত সূরাসমূহ
জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না। [১] আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা বানী ইসরাঈল ও সূরা যুমার তিলাওয়াত না করে ঘুমাতেন না। অন্য হাদীসে আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক রাতে সূরা সাজদাহ ও সূরা যুমার পাঠ করতেন। [২]
রেফারেন্স[১] সহিহ। তিরমিযীঃ ৩৪০৪
[২] সহিহ। তিরমিযীঃ ২৯২০