১১৮. সূরা কাফিরূন

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾

বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (১) ক্বু'ল ইয়া- আইয়্যুহাল কা-ফিরুন (২) লা- আ‘বুদু মা- তা'বুদুন (৩) ওয়ালা- আনতুম 'আবিদুনা মা- আ'বুদ (৪) ওয়ালা- আনা- 'আবিদুম মা- 'আবাত্তুম (৫) ওয়ালা- আনতুম 'আ-বিদুনা মা- আ'বুদ (৬) লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন।

অনুবাদ

(১) বল, ‘হে কাফিররা, (২) তোমরা যার ‘ইবাদাত করো আমি তার ‘ইবাদাত করি না’। (৩) এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। (৪) ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’। (৫) ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’। (৬) ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’ (সূরা কাফিরুন ১০৯ঃ ১-৬)

নাওফাল আল-আশজায়ী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে বলেছেন, তুমি সূরা কাফিরূন পড়ে ঘুমাবে, এ হচ্ছে তোমার শিরক থেকে বিমুক্তি।

রেফারেন্সসহিহ। তিরমিযীঃ ৩৪০৩

সেটিংস

বর্তমান ভাষা