১৩৪. ঘুমানোর যিক্‌রসমূহ #১৩

أَعُوْذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ مِنْ شَرِّ مَا خَلَقَ، وبَرَأَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ

আ‘উযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মা-তিল্লাতী লা- ইউজা-ওয়িঝুহুন্না বার্‌রুন ওয়ালা- ফা-জিরুন, মিন শার্‌রি মা- খালাক্বা ওয়া বারাআ ওয়া যারাআ, ওয়া মিন শার্‌রি মা- ইয়ানঝিলু মিনাস সামা-য়ি ওয়া মিন শার্‌রি মা- ইয়া’অ্‌রুজু ফীহা-, ওয়া মিন শার্‌রি মা- যারাআ ফিল আরদ্বি, ওয়া মিন শার্‌রি মা- ইয়া’খরুজু মিন্‌হা-, ওয়া মিন শার্‌রি ফিতানিল্লাইলি ওয়ান নাহা-রি, ওয়া মিন শার্‌রি কুল্লি ত্বা-রিক্কিন ইল্লা- ত্বারিক্বান ইয়াত্বরুক্বু বিখাইরিন ইয়া- রা’হমা-ন

অনুবাদ

আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ্‌র পরিপূর্ণ বাক্যাবলির, যেগুলোকে অতিক্রম করতে পারে না কোনো পুণ্যবান বা কোনো পাপী, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, বানিয়েছেন ও ছড়িয়ে দিয়েছেন তার অনিষ্ট থেকে, যা কিছু আসমান থেকে অবতরণ করে তার অনিষ্ট থেকে, যা কিছু আসমানে উঠে তার অনিষ্ট থেকে, যা কিছু যমিনে ছড়ানো তার অনিষ্ট থেকে যা কিছু যমিন থেকে বের হয় তার অনিষ্ট থেকে, রাত ও দিনের ফিতনার অনিষ্ট থেকে এবং সকল আগন্তুকের অনিষ্ট থেকে, শুধু যে আগম্ভক কল্যাণ-সহ আগমন করে সে ব্যতীত, হে মহা-দয়াময়।

আব্দুর রাহমান ইবনু খানবাশ (রাঃ) বলেন, “এক রাতে শয়তান জিনগণ আগুন নিয়ে মরুপ্রান্তরে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে আক্রমন করতে এগিয়ে আসে। তখন জিবরাঈল (আঃ) এসে তাঁকে এ দোয়াটি শিখিয়ে দেন। দোয়াটি পাঠের সাথে সাথে শয়তানদের আগুন নিভে যায় এবং তারা পালিয়ে যায়।”

রেফারেন্সসহিহ (আরনাঊত্ব)। আহমদঃ ১৫৪৯৯

সেটিংস

বর্তমান ভাষা