১৩২. ঘুমানোর যিক্‌রসমূহ #১১

Daily DuasProtectionIslamic PrayerCategory 6

ঘুমানোর যিক্‌রসমূহ #১১ আরবি

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ

ঘুমানোর যিক্‌রসমূহ #১১ উচ্চারণ

আল’হামদু লিল্লা-হিল্লাযী আত্ব’আমানা- ওয়া সাক্বা-না-, ওয়াকাফা-না- ওয়া আ-ওয়া-না-। ফাকাম মিম্মান লা- কা-ফিয়া লাহু ওয়ালা-মু’উইয়া

ঘুমানোর যিক্‌রসমূহ #১১ অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাদেরকে খাদ্য দান করেছেন, পানীয় দান করেছেন, সকল অভাব মিটিয়েছেন এবং আশ্রয় দান করেছেন। কত মানুষ আছে, যাদের অভাব মেটানোর বা আশ্রয় প্রদানের কেউ নেই।

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখন বিছানায় শয়ন করতেন তখন এ দোয়াটি বলতেন।

রেফারেন্সমুসলিম ৪/২০৮৫, নং ২৭১৫

সেটিংস

বর্তমান ভাষা