১৩২. ঘুমানোর যিক্রসমূহ #১১
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ
ঘুমানোর যিক্রসমূহ #১১ উচ্চারণ
আল’হামদু লিল্লা-হিল্লাযী আত্ব’আমানা- ওয়া সাক্বা-না-, ওয়াকাফা-না- ওয়া আ-ওয়া-না-। ফাকাম মিম্মান লা- কা-ফিয়া লাহু ওয়ালা-মু’উইয়া
ঘুমানোর যিক্রসমূহ #১১ অনুবাদ
সকল প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাদেরকে খাদ্য দান করেছেন, পানীয় দান করেছেন, সকল অভাব মিটিয়েছেন এবং আশ্রয় দান করেছেন। কত মানুষ আছে, যাদের অভাব মেটানোর বা আশ্রয় প্রদানের কেউ নেই।
আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বিছানায় শয়ন করতেন তখন এ দোয়াটি বলতেন।
রেফারেন্সমুসলিম ৪/২০৮৫, নং ২৭১৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সূরা ইখলাসনিদ্রাবস্থায় ভালো বা মন্দ স্বপ্ন দেখলে করণীয়ঘুম থেকে উঠার পর যিক্র #৩ঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #২ঘুমানোর যিক্রসমূহ #৬ঘুম থেকে ওঠার পর যিক্র (রাত্রে) #১সূরা ইখলাস, ফালাক ও নাসঘুমানোর যিক্রসমূহ #৭সূরা কাফিরূনতাহাজ্জুদের নিয়্যাতসহ ঘুমাতে যাওয়াঘুমানোর যিক্রসমূহ #১৫ঘুমানোর যিক্রসমূহ #১০