১০০. সকাল-সন্ধ্যার দোয়া
৩ বার বলবে -
اَللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اَللَّهُمَّ عَافِنِيْ فِي سَمْعِي اَللَّهُمَّ عَافِنِيْ فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
আল্লা-হুম্মা ‘আফিনী ফী বাদানী-, আল্লা-হুম্মা ‘আফিনী ফী সাম’য়ী, আল্লা-হুম্মা ‘আফিনী ফী বাসারী, লা- ইলা-হা ইল্লা- আনতা। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাক্বরি, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন 'আযা-বিল ক্বাবরি। লা- ইলা-হা ইল্লা- আনতা।
হে আল্লাহ্, আমার দেহে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তা দান করুন। হে আল্লাহ্, আমার শ্রবণযন্ত্রে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তা দান করুন। হে আল্লাহ্, আমার দৃষ্টি শক্তিতে আমাকে পরিপূর্ণ সুস্থতা-নিরাপত্তা দান করুন। আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে আল্লাহ্, আমি আপনার কাছে কুফরি ও দারিদ্র্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ্, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনি ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই।
আবু বাকর (রাঃ) প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এ দোয়া গুলো ৩ বার করে বলতেন। তাঁর পুত্র আব্দুর রহমান (রাঃ) তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন: “আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এই দোয়াগুলো বলতে শুনেছি। আমি তাঁরই সুন্নাত অনুসরণ করে চলতে পছন্দ করি।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়া
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩
সকালের যিক্র সমূহ #৩
বিকালের যিক্রসমূহ #১
দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়া
অস্তগামী চাঁদের অনিষ্ট থেকে বাঁচার দোয়া
সকালের যিক্র সমূহ #১
উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দোয়া
সাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)
সকাল-সন্ধ্যার যিক্রের ফযীলত
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪
বিকালের যিক্রসমূহ #৬