৮৬৭. নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 5

নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়া আরবি

اَللَّهُمَّ قِنِيْ شَرَّ نَفْسِيْ، وَاعْزِمْ لِيْ عَلٰى أَرْشَدِ أَمْرِيْ اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَخْطَأْتُ وَمَا عَمَدْتُّ، وَمَا جَهِلْتُ.

নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা ক্বিনী শার্‌রা নাফ্‌সী, ওয়া’যিম লি আলা- আর্‌শাদি আম্‌রি, আল্লা-হুম্মাগফির লি মা- আস্‌রারতু ওয়ামা- আ’লানতু ওয়ামা- আখ্‌ত্বা’তু ওয়ামা- আমাদ্‌তু ওয়ামা- জাহিলতু।

নফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়া অনুবাদ

হে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের অকল্যাণ থেকে নিরাপদ রাখুন। আমাকে সব কাজে কল্যাণের দৃঢ় ইচ্ছা দান করুন। হে আল্লাহ, আমি যা প্রকাশ্যে করেছি এবং যা গােপনে করেছি, যা ইচ্ছায় করেছি, যা অনিচ্ছায় করেছি এবং যা অজ্ঞতায় করেছি, সব ক্ষমা করে দিন।

রেফারেন্সসহিহ (শুয়াইব আল-আরনাঊত)। মুসনাদে আহমাদ ১৯৯৯২

সেটিংস

বর্তমান ভাষা