পরিচ্ছেদ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া 'আলাইহি তাওয়াক্কালতু...
৮১
সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পড়াঃحسبي اًللَّه لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيمদুনিয়া ও আখেরাতের চিন্তার জন্য যথেষ্টআবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় সাতবার এ দোয়া পড়বে আল্লাহ তা‘আলা তার তার দুনিয়া ও আখেরাতের সমুদয় চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। [যাদুল মা‘আদ ২/২৭৬]দোয়ার অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো মা‘বুদ নেই, তাঁরই ওপর আমি ভরসা করলাম, তিনিই মহান ‘আরশের মালিক।