পরিচ্ছেদ: আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক্ব
৭৭. ভূমিকা
সন্ধায় তিনবার এবং কোনো স্থানে অবতরণ করে একবার পড়াঃأعُوْذُ بِكَلِمَاتِ اللّهِ التّامَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَদোয়াটি পাঠের ফযিলত নিম্নে বর্ণিত হল-
৭৮. বিচ্ছুর বিষনাশক
আবু হুরায়রা (রাঃ) বলেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ! রাতে বিচ্ছুর দংশনে আমার ভীষণ কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) তখন তাকে বললেন, যদি তুমি সন্ধ্যায় أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ-এ দোয়াটি পড়ে নিতে তাহলে বিচ্ছু কখনো তোমার কোনো ক্ষতি করতো না। [সহীহ মুসলিম, হাদীস নং ২৭০৯]অর্থ: আমি আল্লাহর সমস্ত কালেমা দ্বারা তার সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।
৭৯. অভিজ্ঞতা
হাদীসের বর্ণনাকারী সুহাইল (রাঃ) বলেন, আমাদের পরিবারের লোকেরা এ দোয়া মুখস্ত করে রেখেছিলো এবং প্রতি রাতে আমল করতো। এক রাতে এক মেয়েকে বিষাক্ত প্রাণী দংশন করলো; কিন্তু সে কোনো প্রকার কষ্ট অনুভব করলো না। [তিরমিযী ৩/১৮৭]ইমাম কুরতুবী রহ. বলেন এ সংবাদ সত্য এবং নির্ভুল। এর সত্যতা আমরা দলীল-প্রমাণ ও প্রত্যক্ষ অভিজ্ঞতাসহ জেনেছি। [ফতুহাতুর রববানিয়া ৩/৯৪]
৮০. স্থানের সব প্রাণীর ক্ষতি থেকে হিফাযত
খাওলা বিনতে হাকিম সুলামিয়া (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করে এ দোয়া পড়বে,أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَসেখানে অবস্থানকালে কোনো বস্তু তার ক্ষতি করবে না। [সহীহ মুসলিম, হাদীস নং ২৭০৮]