পরিচ্ছেদ: আউযুবিল্লাহিল 'আযীম ওয়াবি ওয়াজহিহিল কারিম...
৮৬
মসজিদে প্রবেশের সময় একবার পড়াঃأعُوْذُ بِاللَّهِ العَظِيْمِ وَبِوَجْهِهِ الكَرِيْمِ وَسُلْطَانِهِ القَدِيْمِ مِنَ الشَيْطَانِ الرَّجِيْمِদোয়াটি পাঠের ফযিলত নিম্নে বর্ণিত হল-আব্দুল্লাহ ইবন আমর ইবনুল ‘আস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদে প্রবেশ কালে এ দোয়া পড়তেন-أعُوْذُ بِاللَّهِ العَظِيْمِ وَبِوَجْهِهِ الكَرِيْمِ وَسُلْطَانِهِ القَدِيْمِ مِنَ الشَيْطَانِ الرَّجِيْمِযখন এ দোয়া পড়া হয় তখন শয়তান বলে, সে সারা দিনের জন্য আমার হাত থেকে নিরাপদ হয়ে গেলো। [সুনান আবু দাউদ, হাদীস নং ৪৬৬]দোয়ার অর্থ: আমি মহান আল্লাহ, তাঁর দয়াময় সত্তা ও তার চিরস্থায়ী বাদশাহীর আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে।