৮৯৩. বিপদে পড়লে

Daily DuasProtectionIslamic PrayerCategory 25

বিপদে পড়লে আরবি

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ عِنْدَكَ أَحْتَسِبُ مُصِيْبَتِيْ فَأْجُرْنِيْ فِيْهَا وَأَبْدِلْنِيْ مِنْهَا خَيْرًا.

বিপদে পড়লে উচ্চারণ

ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি’উন। আল্লা-হুম্মা ইন্‌দাকা আহ্‌তাসিবু মুসীবাতী ফা’জুরনী ফিহা- ওয়া আব্‌দিলনী মিনহা- খাইর।

বিপদে পড়লে অনুবাদ

নিশ্চয় আমরা আল্লাহর (বান্দা) এবং তাঁরই কাছে ফিরে যাবাে। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি,আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নেয়ামত দান করুন।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫১১

সেটিংস

বর্তমান ভাষা