৮৯৪. হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়া
Daily DuasProtectionIslamic PrayerCategory 25
হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়া আরবি
اَللَّهُمَّ رَادَّ الضَّالَّةِ وَهَادِيَ الضَّلَالَةِ أَنْتَ تَهْدِيْ مِنَ الضَّلَالَةِ، اُرْدُدْ عَلَيَّ ضَالَّتِيْ بِقُدْرَتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ.
হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা রা-দ্দাদ দ্বা-ল্লাতি ওয়া হা-দিয়াদ দ্বালা-লাতি আনতা তাহ্দি মিনাদ দ্বালা-লাহ্, উরদুদ্ ‘আলাইয়্যা দ্বা-ল্লাতি বিক্বুদরাতিকা ওয়া সুলত্বা-নিকা ফাইন্নাহা- মিন আত্বা-ইকা ওয়া ফাদ্বলিক।
হারানো বস্তু ফিরে পাওয়ার জন্য দোয়া অনুবাদ
হে আল্লাহ, হারানো বস্তু ফেরতদানকারী, পথহারাকে পথপ্রদর্শনকারী, আপনিই পথহারাকে পথ দেখান। আপনি স্বীয় ক্ষমতা ও শক্তিবলে আমার হারানো বস্তু ফিরিয়ে দিন। কেননা, এই বস্তু আপনারই দেওয়া এবং আপনারই অনুগ্রহে আমি পেয়েছি।
রেফারেন্সমাওক্বুফ হাসান (বায়হাক্বী)। আদ-দাওয়াতুল কাবীর ২/১৮৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৪দুশ্চিন্তা বা বিপদগন্তের দোয়া #২দুঃশ্চিন্তার সময় পড়ার দোয়াদুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #১দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #২কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়াবিপদগ্রস্ত কাউকে দেখলেদুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৩বিপদে পড়লে