৪২১. দুশ্চিন্তা বা বিপদগন্তের দোয়া #২

اَللَّهُ اَللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন

অনুবাদ

আল্লাহ্‌, আল্লাহ্‌ আমার রব, তার সাথে কাউকে শরীক করি না।

আসমা বিনতু উমাইস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একদা রসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিবো না, যা তুমি বিপদের সময় পাঠ করবে? তা হচ্ছে: (উপরের দোয়াটি উল্লেখিত হয়েছে)

রেফারেন্সআবু দাউদঃ ১৫২৫

সেটিংস

বর্তমান ভাষা