৪২৬. বিপদগ্রস্ত কাউকে দেখলে

Daily DuasProtectionIslamic PrayerCategory 25

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, যে-ব্যক্তি কোনও বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলে -

বিপদগ্রস্ত কাউকে দেখলে আরবি

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا

বিপদগ্রস্ত কাউকে দেখলে উচ্চারণ

আলহামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাবতালা-কা বিহী, ওয়া ফাদ্দালানী ‘আলা- কাছীরিম মিম্মান খালাক্বা তাফদীলা

বিপদগ্রস্ত কাউকে দেখলে অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাকে তোমার বিপদ থেকে রেহাই দিয়েছেন, এবং বহু সৃষ্টির উপর আমাকে যথার্থ শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

তাকে ওই বিপদ স্পর্শ করবে না।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৪৩২

সেটিংস

বর্তমান ভাষা