৪০৯. জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٧﴾ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٨﴾ وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٩﴾
হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নি ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ‘আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন, অবশ্যই তাকে অনুগ্রহ করবেন। আর এটিই মহাসাফল্য।’
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনা
সন্তান লাভের জন্য
ক্ষমা অনুগত ও আমল কবুলের প্রার্থনা
রহমত এবং সঠিক দিক নির্দেশনার দোয়া
পরিবারের ইবাদত ও রিজিক বৃদ্ধির প্রার্থনা
সুসন্তান লাভের দোয়া
শুকরিয়া জ্ঞাপন এবং কবুল আমলের প্রার্থনা
পিতামাতার জন্য দোয়া
পিতামাতার জন্য দোয়া
পরিবার নিরাপত্তা ও শিরক থেকে বাঁচার প্রার্থনা
হালাল রিজিক লাভের দোয়া
সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনা