৪০৬. শুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনা

Daily DuasProtectionIslamic PrayerCategory 23

শুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনা আরবি

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

শুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনা অনুবাদ

হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর ও আমার মাতা-পিতার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।

রেফারেন্সসূরা আহকাফঃ ৪৬:১৫

সেটিংস

বর্তমান ভাষা