৪০০. সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনা
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ﴿٤٠﴾ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ ﴿٤١﴾
সালাত কায়েমকারী ও ক্ষমা প্রার্থনা অনুবাদ
হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আর আমার দোয়া কবূল করুন। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন।
রেফারেন্সসূরা ইবরাহীমঃ ১৪:৪০-৪১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নেককার স্বামী/স্ত্রী ও সন্তান লাভ এবং মুত্তাকীদের নেতা হতে প্রার্থনাশুকরিয়া জ্ঞাপন, কবুল আমল এবং সুসন্তান প্রার্থনাক্ষমা অনুগত ও আমল কবুলের প্রার্থনাবন্ধ্যা ব্যক্তির সন্তান প্রার্থনাসুসন্তান লাভের দোয়াসন্তান লাভের জন্যপিতামাতার জন্য দোয়াহালাল রিজিক লাভের দোয়াপরিবার নিরাপত্তা ও শিরক থেকে বাঁচার প্রার্থনাশুকরিয়া জ্ঞাপন এবং কবুল আমলের প্রার্থনাপরিবারের ইবাদত ও রিজিক বৃদ্ধির প্রার্থনারহমত এবং সঠিক দিক নির্দেশনার দোয়া