৮৩৫. কেউ দোয়া চাইলে কি বলতে হবে?
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
আল্লা-হুম্মাকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া বা-রিক লাহু ফিমা- আ'ত্বাইতাহু
হে আল্লাহ্! আপনি তার সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন। আর তাকে আপনি যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দিন।
আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, আমার মা, আমাকে নিয়ে রাসূল (ﷺ) এর নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহ্র রাসূল! আপনার এই ছোট খাদেম, আনাস্, আপনি তার জন্য আল্লাহ্র নিকট দোয়া করুন। তখন রাসূল (ﷺ) বললেন- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
গাধা বা কুকুরের ডাক শুনলে
কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়া
পশু যবেহ বা নাহর করার সময় যা বলবে
আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন
বিস্মিত হলে
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
জান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দোয়া
একটি অতীব সুন্দর দু'আ বা যিকির
ক্ষমা প্রার্থনা ও তাওবা করা
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া
চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়া
আয়না দেখার দোয়া