৮৩৫. কেউ দোয়া চাইলে কি বলতে হবে?
কেউ দোয়া চাইলে কি বলতে হবে? আরবি
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
কেউ দোয়া চাইলে কি বলতে হবে? উচ্চারণ
আল্লা-হুম্মাকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া বা-রিক লাহু ফিমা- আ'ত্বাইতাহু
কেউ দোয়া চাইলে কি বলতে হবে? অনুবাদ
হে আল্লাহ্! আপনি তার সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন। আর তাকে আপনি যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দিন।
আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, আমার মা, আমাকে নিয়ে রাসূল (ﷺ) এর নিকটে গেলেন এবং বললেন, হে আল্লাহ্র রাসূল! আপনার এই ছোট খাদেম, আনাস্, আপনি তার জন্য আল্লাহ্র নিকট দোয়া করুন। তখন রাসূল (ﷺ) বললেন- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
রেফারেন্সবুখারীঃ ৬৩৪৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শিরক থেকে বাঁচার দোয়াঅন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়াখুশির সংবাদ পেলেজান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দোয়াবরকতের দোয়া করলে #১অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়াআল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেনদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেআয়না দেখার দোয়াপশু যবেহ বা নাহর করার সময় যা বলবেক্ষমা প্রার্থনা ও তাওবা করাদুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়া