৪৬০. কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
আয়েশা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন। যখন সে দাসটি ফিরে আসল আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?” সে উত্তর দিল, “তারা এই দোয়া পাঠ করল -
بَارَكَ اللَّهُ فِيكُمْ
বা-রাকাল্লা-হু ফীকুম
আল্লাহ্ আপনাকে বরকত দান করুন।
আয়েশা (রাঃ) তখন বললেন -
وَفِيهِمْ بَارَكَ اللَّهُ
ওয়াফীহিম বা-রাকাল্লা-হ
আর তাদের মধ্যেও আল্লাহ্ বরকত দিন।
তাই আমরাও একই ভাবে দোয়া করব একই রকম সাওয়াবের আশায় -
وَفِيكَ بَارَكَ اللَّهُ
ওয়াফীকা বা-রাকাল্লা-হ
আর আপনার মধ্যেও আল্লাহ্ বরকত দিন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কাউকে কটু কথা বলে থাকলে, তার জন্য দোয়া
কাউকে হাসিখুশি দেখলে
নিজের প্রশংসা শুনলে, যা বলা উচিত
চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়া
অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে
কেউ আপনার ক্ষমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করলে
কেউ আপনার জন্য ভালো কাজ করলে
আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশে কেউ আপনাকে পছন্দ করলে
দাজ্জাল থেকে নিরাপদ থাকার জন্য
কোনও কিছু কুলক্ষুণে মনে হলে